ছিঁড়ে গেছে বন্ধন
ছিঁড়ে গেছে বন্ধন
বার বার কত বার মনে হয়,
ফিরে যাই
স্মৃতির সরনী বেয়ে
ফিরে যাই শৈশবে----
মন চায় ফিরে পেতে
সেই সব দিন,
ছোট্ট শালুক হয়ে
আমি,
চড়ে বসি বাবার কাঁধে
আর এক বার ---।
বাবা তুমি কোথায়??
যে ঘর ভেঙে ছিলে,
তুমি আর মা মিলে
আমাকে অনাথ করে --
পারো না কি তোমরা
আর এক বার ??
মাঝখানে আমি রবো
সেই ছোট্ট শালুক ,
আর দুই হাত ধরে রবে
তোমরা দুজন ---
বাবা পারবে না,
তুমি
আর মা ??