ছায়া
ছায়া
অন্তরালে রবি আচ্ছাদনে মেঘ ;
এখন বর্ষাকাল;সমস্ত আবেগ,
শুধুই তাকে ঘিরে,
দূরে চাঁদ সহস্র যোজন,
মলিন রবিকর অথবা জোছন,
বাদলের ধারাপাত চিরে,
পথ শুধু দেখা যায়,
পাণ্ডুর মুখের প্রায় ,
মিলে যায় নয়ন আলোকে,
ভাবি নাই দেখা পাবো তোকে ।
মন, মুখ শুকনা,
হৃদয়ে ক্ষিধে; ভূখ না,
বুঝি তোর দুঃখ না ; স্বভাব ,
আঁধারে প্রেমের বৃদ্ধি,
তপস্যায় সাধন সিদ্ধি,
যোগমায়া যুগের অভাব ।
আরে ভাই ! রুখ না !
সবাই দুর্মুখ না !
ছেড়ে দেব অনিশ্চিত হাতে !
পেলাম হঠাৎ দেখা ,
তা' বলে চরণ রেখা ,
মুছব না কোন সংঘাতে ।
হইয়া সুশীল শান্ত,
মেঘলা অমল কান্ত,
শেষ বেলায় শুধায় কুশল,,
বৃদ্ধি পায় মুষলধার,
তীক্ষ্ণ ফলা তলোয়ার,
বাড়াইতে বছরের ফসল ।