বন্দনা
বন্দনা
ফাগুন আকাশে, স্নিগ্ধ বাতাসে
ধূপ ধূনা আরাধনা;
আজ পঞ্চমীর শুভ্র প্রভাতে
বাগদেবীর বন্দনা ।
শ্বেতা তুমি ঐ, হাতে নিয়ে বই,
বীণার সুরেতে মজে;
তুমি ভগবতী, তুমিই ভারতী,
ভক্তেরা তোমা পূজে ।
কচিকাঁচা তাই, মেতেছে সবাই,
খুশি আজ মন ভরে;
নেই পড়াশোনা, নেই কোনো মানা,
উলুধ্বনি ঘরে ঘরে ।
মধুর হাওয়ায়, শান্তি ছোঁয়ায়,
মুখরিত দিবা আসরে;
বেজে ওঠে শাঁখ, ঢাক ঢোল থাক,
ঘন্টা বাজুক কাঁসরে ।
হাত করি জোড়, মন্ত্রে বিভোর,
অঞ্জলি দেওয়া শেষে;
প্রণমিয়া মা'য়, বরদান চায়
স্নেহাশিস প্রত্যাশে ।
