বিচ্ছেদ..
বিচ্ছেদ..
1 min
2.6K
তোমার প্রতি আমার যত প্রেম
সবটুকু তার আজকে হল শেষ,
রইল পড়ে জমাট বাকি কথা
নাইবা থাকল দুই হৃদয়ের রেশ..
আমার প্রতি তোমার অভিযোগ
এক এক করে শোনাও আমার কানে,
হৃদপিন্ড নীল হয়ে যাক্ বিষে
সেই বেদনা বাজুক নাহয় গানে..
তোমার-আমার দুই হৃদয়ের কথা
কালের গর্ভে হয়েছে আজ বিলীন,
আর কোনোদিন ফিরে পাবেনা ভাষা
ক্ষীণতম আশা মিলায় প্রতিদিন..
আমার-তোমার দুই চোখের চাহনি
থামিয়েছে তারা দৃষ্টি বিনিময়,
হাতের পরশ আর ওঠে না মাথায়
সূর্য তবুও ওঠে, অস্ত যায়....