STORYMIRROR

Nityananda Banerjee

Romance Tragedy Inspirational

3  

Nityananda Banerjee

Romance Tragedy Inspirational

বিচ্ছেদ

বিচ্ছেদ

1 min
4

বাদল দিনে দমকা হলে হাওয়া ,

ঝড়ের বেগে করলে আসা যাওয়া,

পরশ পাই তোমার হৃদয় তপ্ত ,

হারিয়ে যাওয়া পৌষালী কোন বেলা,

শৈত্য যখন বক্ষে করে খেলা ,

কেউ পারেনি করতে আমায় রপ্ত ।

মন দর্শক মেজাজ হয় খিলাড়ি,

তখনি প্রেম তখনি করে আড়ি,

গোল দিয়ে যায় ধর্ষণহীন দেহে ,

চরণ ছাড়াই তৃপ্ত চারণ ভূমি ,

আপন মনে মরণ পদে চুমি,,

তখন তুমি আমারি বা কে হে?

বিয়োগ জ্বালা কি এমন দাবানল,

ফুরিয়ে গেলে ভর্তি ঘড়ার জল ,

তেষ্টা পেলে চেষ্টার শেষ নেই ,

কম বয়সে হলই বা বিচ্ছেদ ,

যৌবন যে মিটায় সকল খেদ ,

দোষ দেই কেন সীতা রাধাকেই ?



Rate this content
Log in

Similar bengali poem from Romance