ভয়
ভয়
একদিন বাড়ি ফিরতে হয়েছিল খুব দেরি,
রাস্তায় দেখতে পেলাম না একটাও গাড়ি।
অমাবস্যার রাত তাই ঘোর অন্ধকারে,
এক অদ্ভুত নিস্তব্ধতা তার ওপরে!
নির্জন রাস্তায় হেঁটে চলেছি আমি একা,
চারিদিকে নেই লোকজনের দেখা।
মনে ভয়ে ভয়ে চলেছে এগিয়ে-
হঠাৎ মানুষের ডাকে গেলাম দাঁড়িয়ে।
সাহস নিয়েই ঘুরে দেখি পিছন ফিরে,
মনের স্পন্দন গেল আরো বেড়ে!
দেখলাম একটি ছেলে এগিয়ে এসে,
বলল দিদিভাই ভয় করোনা আমি আছি,
আজ আমার দায়িত্ব তোমায় নিরাপদে,
তোমার পরিবারের কাছে ফিরিয়ে দেবার।