ভালোবাসার ছত্রাক
ভালোবাসার ছত্রাক


বুনেছিলে তুমি আমায়
তোমার স্বপ্ন দিয়ে,
হৃদয় আমার রাঙিয়েছিলে
ভালোবাসার ছত্রাক দিয়ে।
সকল ছত্রাক যে হয়না মিথোজীবী,
কিছু যে হয় পরজীবীও,
প্রত্যেক মুহূর্তে তারা শুষে নেয় খাদ্য,
একটু একটু করে, নিংড়ে নেয় পুরো।
আমার সামর্থের বাইরে বেসেছ তুমি ভালো,
উজাড় করে দিয়েছো হৃদয়ের আলো,
কিন্তু সেই আলো যে পুড়িয়ে ফেলছে আমায়
প্রতিদিন, প্রতিনিয়ত।
সেই পোড়া ছাই যদি হারিয়ে যায় আজ?
সেই পোড়া ছাই যদি বিলীন হয় হাওয়ায়?
তখন তুমি ফেলবে কিসে আলো?
তখন তুমি বাসবে কাকে ভালো?
ভালোবাসার লোকের বুঝি হয়না অভাব?
পারবে কি তুমি অন্যকে কাউকে বাসতে ভালো, যেমন বেসেছ আমায়?
রাতের আকাশের তারার নিচে
ছিলাম দুজনে বসে,
এক এক তারার এক এক নাম,
দিয়েছিলাম আমরা সরল মনে।
চাঁদের জ্যোৎস্নাএ মিটিয়েছিলাম তৃষ্ণা
ঠান্ডা বাতাসে রোমান্সএর ক্ষুধা,
ভুলে কি গেছিলাম আমরা,সে রাত যে চিরন্তন নয়?
প্রচন্ড সূর্যের তেজ যে এসে
সামান্য রাত বলে লিখে রাখলো !
আসো, আমরা লিখি বসে
শান্ত সুন্দর এক ভালোবাসার গল্প,
ছোট হলেও যেন হয় মজবুত
বিশ্বাসকে করে দ্বার।
চলো আমরা উখরে ফেলি
ভালোবাসার এই ছত্রাক।