তোমার হৃদয়ের বর্ষাতি
তোমার হৃদয়ের বর্ষাতি


তোমার মনের ভালোবাসার শিশিরে
ভিজেছিলাম আমি সেই রাতে,
মৃদু বাতাস যেন ফিসফিসিয়ে বলেছিলো
আগলে রেখো, এই ছোট ছোট আবেগকে।
নাহ ! দেওয়া হয়নি গুরুত্ত্ব,
হয়নি তাদের আগলে রাখা
আমি শুধু উড়েছিলাম পিপিলিকার মতো
ভালোবাসার মিথ্যে আলোর দিকে।
অচেনা হৃদয়ের অচেনা কোণে
আস্তে আস্তে ভেঙেছিলাম সিঁড়ি,
পৌঁছাইনি আমি পাহাড়ের চূড়ায়
নেমেছিলাম এক খাদে কালো ।
চেনা হৃদয় নিয়ে তুমি করেছিলে অপেক্ষা
এই অচেনা হৃদয়ের সিঁড়ির মুখে,
মুখ ফিরিয়ে গেছিলাম চলে
ভাসতে এক উত্তাল ঢেউয়ে ।
উত্তাল ঢেউ যে দূরেই ভালো
নেই তাতে কোনো প্রাণের শান্ত গান,
তখন আমি বুঝেছিলাম বেশ
চেনা হৃদয়ের আলতো ছোঁয়ার মান।
এক প্রকৃতি, এক সৃষ্টি
বিচিত্র যে এক কল্পনা,
এক এক রঙের এক এক গভীরতায়
আকুলতা ছিল ডুবে যাওয়ার ।
ঝড়ের শেষেও তুমি ছিলে
হৃদয় হাতে দাঁড়িয়ে বেশ,
হৃদয় ছাঁচের বর্ষাতি দিয়ে
আগলে আমায় রাখলে বেশ।