হবে তুমি আমার টেডি?
হবে তুমি আমার টেডি?

1 min

359
আমার জীবনের ছোট কবিতায়
থাকো তুমি পাতায় পাতায়
রোজ আমায় আদর কোরো
আর একটু বোকো ।
কাঁদলে যেন তোমায় পাশে পাই
অভয় দেওয়ার জন্য
আমার সাথে আবার তুমি কেদোনা
ছোট্ট ভাল্লুকের মতো।
সুখে দুখে দিন রাত্রে
থেকো আমার আসে পাশে
তুমি আমায় আনন্দ দিয়ো
তুমি আমায় ঘুম পারিও।
শুনবে নাকি আমার প্রস্তাব?
তুমি কি হবে আমার টেডি?
রাখবো তোমায় যত্ন করে,
একটা আদুরে টেডিবিয়ারএর মতো।