আমি আবার আসবো
আমি আবার আসবো
চলে যেতে হবে অনেক দূরে
সকলকে ফাঁকি দিয়ে চলে যাবোখন।
সকলের অলক্ষে থাকবো একেবারে চুপ
ব্যাপ্ত হবো বিশ্বলোকের ইশারায়, লক্ষুচোখের অন্তরালে।
মায়ার বাঁধন ছিঁড়ে উড়ে যাবো
মুক্তির পাখি হয়ে ,
মুক্তির পাখি মেলবে ডানা
উড়বে আকাশজুড়ে।
সেই মুক্তির পাখি আসবে ফিরে খানিক পর
সেই পাখি আবার বন্দি হবে মায়ার বাঁধনে
ভালোলাগা প্রতিপত্তির পিছুটানে আসতে হবে ফিরে।
পারবোনা ছেড়ে যেতে, গেলেও আবার আসবো ফিরে
কারণ, আমি বন্দি মায়ার বাঁধনে।