জ্বলছে প্রদীপ, জ্বলতে থাকুক
জ্বলছে প্রদীপ, জ্বলতে থাকুক


কেঁপে উঠেছে প্রকৃতি
বয়ে চলছে প্রতীকী
অন্ধকার এই সময়ে
রয়েছে এক প্রদীপ চেয়ে।
শত হওয়া, শত ঝড়
শত চাওয়া, শত ঘর
কিছুই যে পারে নাকো
গড়তে এই বিশ্বাস ঠুনকো।
তার যে নেইকো কেউ
কেউ নেই, সবাই থেকেও
কাঁদছে নাকি সে একলা ঘরে,
লুটিয়ে মাটিতে শুকনো ভোরে?
কেঁদোনা তুমি সাহসিনী আমার
চেয়ে দেখো, খোলা দ্বার
হোক না সে প্রদীপ ক্ষুদ্র
জ্বলছে প্রদীপ, জ্বলতে থাকুক।