STORYMIRROR

Ahana Dasgupta

Abstract Tragedy Classics

3  

Ahana Dasgupta

Abstract Tragedy Classics

নিঃস্বর ভাবনা

নিঃস্বর ভাবনা

1 min
11.6K

বিদায়বেলা এলে পরে 

হতাশা কি উঁকি মারে? 

মনের কোনে চুপিচুপি !

জীবনখেলা নাই বা হল যদি শেষ 

তবে থাকলো নাকি সেই খেলার মূল্য বেশ? 

অনেকেই বেঁচে আছি, জীবন্ত থাকার দাবি নিয়ে 

স্বস্তি যে দরকার আগে, স্বপ্নের-গন্তব্যে না গিয়ে !

সবাই ভাবি সময়তো অনেক হাতে, 

বাস্তবের দাবি না মেটালে খাবার জুটবেনা পাতে। 

ভবিষ্যতের চেয়ে মিষ্টি মিথ্যে আর বোধহয় নেই 

অনেকেই আচ্ছন্ন 'কাল ভাবা যাবের' ড্রাগেতেই।


 কেও কি রাখে হিসেব ঠিক কতটা সময় অনেক?

মৃত্যুর ক্ষনে -

স্বপ্ন অনুভূতির সাদা কালো বুদবুদ যাবে উবে 

 আপসোস হবে বাঁচার মতো না বাঁচার ক্ষোভে, 

ছেলেবেলার হাসিকান্নার হ্রদ থেকে উঠে আসা  

সেই বুদবুদ গুলো, স্বপ্নের কাছে পৌঁছনোর আগে 

অচিরেই হারিয়ে যাবে

আর হারিয়ে যাবে সমস্ত বাস্তবস্মৃতি, নিমেষেই !



Rate this content
Log in

Similar bengali poem from Abstract