STORYMIRROR

Ahana Dasgupta

Classics

5.0  

Ahana Dasgupta

Classics

হৃদয় নাবিক

হৃদয় নাবিক

1 min
1.3K


ঠান্ডা, শীতল হামি দিয়ে যায় মৃত্যুর বিভীষিকা

মনের ভিতর দানাবাধা অভিমান যে অনামিকা।


শান্ত হৃদয়রূপ সমুদ্রে ভাসছে স্বপ্নের এক ভেলা,

পরিত্যক্ত সেই ভেলায় আশা বুনছে গল্প মেলা।


দূর দিগন্তে ডুবছে রক্তিম সূর্য একা একা

তাকে ম্লান করা মেঘেরাও আজ নেই দোকা দোকা।


পরিপূরক সম্পর্ক খোঁজা এই নারী হয়েছে ক্লান্ত

সম্পূরক সম্পর্কে জড়িয়ে পড়ার পরিস্থিতি অনন্ত।


লাল রক্তে তার বইছে প্রেম, হৃদয়ে বইছে আশা

ব্যর্থ চেষ্টা জমিয়েছে তার অবচেতনে নিরাশা।


করছে জিজ্ঞেস মনকে তার ,

গেলে কোথায় শান্তি পাবে,

এই ছেড়া মন জুড়বে কি তার?

নাকি এ হৃদয় ফেলনা যাবে!


একা বাঁচার তার আর নেইকো শক্তি,

নেইকো কোনো আনন্দ,

অদ্য কি কেও শুনবে তার এই উক্তি

নাকি পেছনে বলবে ভালোমন্দ?


খুঁজছে সে এক হৃদয় নাবিক,

বাইবে যে তার উত্তাল মন,

কুড়িয়ে রাখবে যে এই নারীর গুন

বুকের কাছে, ঝিনুক এর মতো।


ঝিনুক দিয়ে রচিবে সে এক লৌকিকগাথা

ক্লান্ত শরীরে এলিয়ে দেবে সেই গল্পে মাথা।


তিক্ত ঢেউয়ে মাতছে জীবন,

হৃদয়ভূমি হচ্ছে রুক্ষ

আনন্দের ফুল ফুটতে ব্যর্থ,

প্রেমের চারারা হয়েছে অদক্ষ।


ওহে নাবিক, তুমি এই হৃদয়পারে এসো,

এই রুগ্ন চারাকে আলতো করে ছুঁয়ে দেখো

তোমার ছোঁয়াই যে তার কাছে ফেরাবে প্রাণ,

ফেরাবে এক উচ্ছাসের গান।


এ যাত্রা মিথ্যে নয়,

ভালোবাসায় দক্ষ হোক তোমার হৃদয়,

মেকি ভালোবাসার তির্যক রশ্মিতে

এই নারীর হৃদয় হয়েছে হিমবাহ।


তোমার হৃদয়ের ভালোবাসার উষ্ণতা

গলিয়ে ফেলুক এই হিমবাহ,

তোমার হৃদয়ের ভালোবাসার উষ্ণতা

গড়ে তুলুক এক প্রেমের প্রবাহ ।


করবে চলো এক বিরাট সমুদ্র পার,

সাহসের সাথে, ভালোবাসা নিয়ে

এগিয়ে যেও, ঝিনুক কুড়িয়ে,

ভালোবেসো ওকে,ওহে প্রিয় হৃদয় নাবিক।


Rate this content
Log in

Similar bengali poem from Classics