অচেনা আলো
অচেনা আলো


আকাশ আজ বড়ো উঁচু,
একা, ফাঁকা ও মেঘহীন।
পাখিরাও আজ মুখ ফিরিয়েছে,
ডানা মেলতে তারা গিয়েছে ভুলে।
ঘুড়িদের আজ মন নেই উড়তে,
তার বন্ধুরা আজ অনেক অনেক দূরে।
আলোর তোড়া আজ এসেছে একাই,
তাকে বরণ করার কেও নেই।
হাওয়াও বোধহয় গিয়েছে ভুলে,
মৃদু হয়ে বয়ে চলতে।
একা রয়েছে দাড়িয়ে বটগাছ
সময়ের বর্ম পরে,
সবাইকে আহ্বান করতে --
বৃষ্টিতে সে হবে সিক্ত ও
পাখির কুঞ্জনে নিজের শাখাকে করবে সুরময়,
আশ্রয়হীন ঘুড়িকে ডেকে বলবে বসতে,
রবির আলোয় সে হবে উজ্জ্বল,
মৃদু হাওয়া এলে পরে তার হাতটি দেবে নাড়িয়ে,
কিন্তু আজ নেহাত আলো একাই এসেছে কিনা
তার সাথেই নাহয় করবে সে আজ
দু-চারখানি আলাপ-আলোচনা।