ইতি তোমার ভ্যালেনটাইন
ইতি তোমার ভ্যালেনটাইন


আলো ছায়ার এই বৃহৎ শহরে
অভিমানে রাঙা হওয়ার হুল্লোড়ে
ঘুম নেই এই শহরে।
জীবন আমার ছুটছিল অন্ধকার পথে
অবাক হয়েছিলাম আমি এক অচেনা স্বপ্নে
ভাবআবেগ আমার হামাগুড়ি দিয়েছিলো চক্ষুঝর্ণার সাথে।
ঝড়ে পড়া শরতের পাতা, পথ খোঁজে যৌবনের
অতীতের না চাওয়া স্মৃতি ধাঁধা বোনে আমার মনে
ঠিক তখনি এলে তুমি ভালোবাসার ফুল নিয়ে।
হাসির কোনে লুকোনো ইশারা নিয়ে তুমি এসেছিলে সঠিক সময়ে
ভালোবাসার বন্যায় ভাসিয়েছিলে সুন্দর উপায়ে
এই ধারায় জীবন গিয়েছে সবুজ উপত্যকা হয়ে।
বহু যুগ লেগেছে আমাদের ভালোবাসার গুপ্তধন খুঁজে পেতে
পাতায় পাতায় লেখা থাকুক এই গল্প হেসে খেলে
আরো কয়েক বিভবযুক্ত প্রেমিকেরা উঠুক মেতে।
জটিল ভালোবাসার সংজ্ঞা আমাদের অজ্ঞাত
এই সম্পর্কের মসৃন সিল্ক সময়ের বেড়াজালে ঘূর্ণায়নরত
এই ভালোবাসা বয়ে চলুক সময়ের শেষ পর্যন্ত।
ইতি তোমার প্রিয়তমা,
ইতি তোমার ভ্যালেনটাইন।