ভালোবাসা - কত নিষ্ঠুর তুমি
ভালোবাসা - কত নিষ্ঠুর তুমি


ভালোবাসা - কত নিষ্ঠুর তুমি
কেন আসো মোর হৃদয়ে
আনন্দে পুলকিত হয়ে
মনের নিভৃতে লুকিয়ে থেকে
চাও যে নিজেকে বিলিয়ে দিতে
অন্তর দিয়ে অন্তরে থেকে
কি অসহনীয়, নিদারুন অভিব্যক্তি
হৃদয়ের কোণে জমে থাকা ব্যথা
কয় শুধু বারে বারে
না পাওয়ারই গ্লানি
কলঙ্ক, মলিনতা দিয়ে ঢাকা
ব্যর্থ প্রেমের বিরহ স্মৃতির চাদর
ছিন্ন বিচ্ছিন্ন প্রতারণার অভিশাপে
তবুও চাও দাঁড়ায়ে থাকিতে
প্রেম কুঠিরের ছাঁচনাতলাতে
প্রিয়তমকে বক্ষে ধরে
বাসিতে ভালো বিলিয়ে দিয়ে
নিজের সর্বস্ব উজাড় করে
অধরা অন্তরকে পেতে
শূন্যতাকে ভরিয়ে নিতে
নিঃসঙ্গতা, হতাশা ও লাঞ্ছনা
হয় যে প্রেমের প্রতিদান
তবুও কেন অপেক্ষারত
প্রেম ভিখারিনী তুমি
হাসিয়া কহিলো অন্তর্দ্বার খুলি
নিজেকে বিলাতে সবারে