বাংলাদেশ
বাংলাদেশ


হৃদয়ের আধখানা হৃদয়েতে করে তোলপাড়
কাছে আছি তবু আমরা এপার এপার ওপার।
তবুও মানচিত্র আছে
কাঁটাতার , পাসপোর্ট, ভিসা,
যদিও সবাই জানি আর্তনাদের একই ভাষা
অশ্রুজল একই কারণে
বর্ষার সজল বায়ু একই গান নিয়ে আসে প্রাণে।
পাখিরা সীমান্ত ভেঙে বাতাসের পথে যায় ভেসে
এ নদীর জলধারা ও নদীর ঢেউ-এ যায় মিশে।
আমাদের ভালোবাসা বারণ
আমাদের যাওয়া আসা মানা
কাঁটাতার, পাসপোর্ট, ভিসা
মাঝখানে এইসব ভাষা, অকারণ।
***