কিছুদিন ছিলাম না
কিছুদিন ছিলাম না

1 min

238
মাঝখানে কিছুদিন ছিলাম না
শরীরটা রেখে চলে গিয়েছিলাম গঙ্গাফড়িঙের খোঁজে
শরীরটা কারুর কোনো অসুবিধা করেনি
কাজ করে গেছে মুখ বুঁজে।
ও সব জানে
দাঁত মাজা,বাথরুম, খাবার,
চেকবইতে সই, ফোন ,ফেসবুক, বিছানা
টাকা গোনা,
ঘুমোনো, জেগে ওটা আবার।
হ্যা,ও সব জানে
বৃষ্টিতে ছাতা খোলে,
রাস্তায় যেতে গিয়ে জুতো পড়ে
ঝড় উঠলে দৌড়ে চলে আসে ঘরে ।
শুধু কখনও কবিতা,
ওই যত কথা দিয়ে কথা
লিখতে জানে না,
কয়েকদিন তাই কবিতা হয়নি লেখা
শরীরের কাজ শরীর করেছে একা একা ।