STORYMIRROR

Debabrata Mukhopadhyay

Abstract

1  

Debabrata Mukhopadhyay

Abstract

কিছুদিন ছিলাম না

কিছুদিন ছিলাম না

1 min
238


মাঝখানে কিছুদিন ছিলাম না

শরীরটা রেখে চলে গিয়েছিলাম গঙ্গাফড়িঙের খোঁজে

শরীরটা কারুর কোনো অসুবিধা করেনি

কাজ করে গেছে মুখ বুঁজে।


ও সব জানে

দাঁত মাজা,বাথরুম, খাবার,

চেকবইতে সই, ফোন ,ফেসবুক, বিছানা

টাকা গোনা,

ঘুমোনো, জেগে ওটা আবার।


হ্যা,ও সব জানে

বৃষ্টিতে ছাতা খোলে,

রাস্তায় যেতে গিয়ে জুতো পড়ে

ঝড় উঠলে দৌড়ে চলে আসে ঘরে ।


শুধু কখনও কবিতা,

ওই যত কথা দিয়ে কথা

লিখতে জানে না,

কয়েকদিন তাই কবিতা হয়নি লেখা

শরীরের কাজ শরীর করেছে একা একা ।


Rate this content
Log in