আমিও খুঁজছি
আমিও খুঁজছি


ভোরবেলাতেই রক্তমাখা কাগজ ...
শব্দগুলো ভিজে রয়েছে কাদের চোখের জলে
প্রতি স্তবকেতে শুনতে পাচ্ছি মা তোমার হাহাকার
যেন শ্মশানের ধোঁওয়ায় উড়ছে স্বজন হারানো কান্না ।
তপ্ত বালি, মরুভুমিতে কবিতাকে বলি আর না,
বল কি বলি, বল অলকেশ
অন্তমিলের এই তবে হোক শেষ ?
খর-বিশুস্ক গদ্যই থাক রৌদ্রের অন্যায়ে
অন্ধকারেতে হৃৎপিণ্ড ছিঁড়ে খাক হায়না ?
একা হয়ে যাই ক্রমশ...
সব পতাকাতে লেগে থাকে কেন প্রতিপক্ষের রক্ত ?
সব পতাকাই অসম্মত, বিরোধীতা মানবে না
দৃষ্টি ঝাপসা অথবা অন্ধ সব পতাকারই ভক্ত ।
তোমার পতাকা যারে দাও.....
তাকে ভালো করে দেখ আগে,
চোখের ভেতর আলো না ঘৃণা
বুকের ভেতর পাশব রাত্রি ঘুমোয় কিনা
তোমার দলেতে দুর্বৃত্তকে কেন প্রয়োজন লাগে ।
অলকেশ তুমি, মানুষ খুঁজছো তো !
আমিও খুঁজছি একটা নরম পৃথিবী
যেখানে সবাই কান্নার সাথে কাঁদতে জানে,
যেখানে সবাই শুধু মানুষের মত ।
...