দেনা
দেনা


ধীরে ধীরে অগোচরে ফুরিয়ে যায়
একটা দিন , আর একটা দিন, আর একটা দিন ।
ইতিমধ্যে জমে পাহাড় তোমার ঋণ
শোধ দেবে না ?
সময় এখন রুমাল খুলে
মাথার টুপি পাত্র করে
বেদনার্ত , বসে আছে পথের পাশে
বড্ড বেশি হতশ্রী ও
চোখের জলে দুচোখ ভাসে
ওকে কি তুমি গিয়েছ ভুলে ?
মনে পড়ছে না আকাশ পাহাড়
নদ নদী আর শহর ,
তোমার হাতে দিয়েছে যারা
বুকের রক্ত দিয়ে
তারাই যদি যায় হারিয়ে
থাকবে পড়ে কী?
তাদের তুমি বুকে নেবে না?
যা জমালে সবই অপরের ,
অন্য ঘরের খিদে কান্না
সুখ হয়ে যায় তোমার ঘরের...
শোধ দেবে না?