রেখো যাবো
রেখো যাবো


রেখো যাবো একটা আকাশ নীল আকাশের চাতালেতে
রেখে যাবো মাটির ওপর পায়ের চটি,
বুড়ো আঙুলের ছাপ।
রেখে যাবো ছাইয়ের ভেতর আগুনের ঘুম,
নির্বাক কিছু জীবনের অভিশাপ ।
রেখে যাবো ঢেউএর চলায় আমার মুঠো
ছেঁড়া পাতায় উড়িয়ে দেবো
ঘুম ভাঙ্গানোর প্রয়াস যত
নদীর ভেতর ভাসিয়ে দেব ইচ্ছের খড়কুটো ।
রেখে যাবো বন্ধঘরের অন্ধকারে আর্তনাদের দলিলগুলো
ফুসফুসেতে ফুঁপিয়ে ওঠা পথের ধুলো
যাবতীয় না পারা ।
রেখে যাবো একটা প্রদীপ ঘরের পাশে
একলা বসে ,বসে বসে
দেখছে সন্ধ্যাতারা ।
রেখে যাবো লন্ডভন্ড পৃথিবীতে দন্ডনীয় চেষ্টাগুলো
বেঁচে থাকার সলতে গুলোয় উসকে দেওয়া দ্রোহ
আগুনে যাবার আগে আগুন হব , আগুন হব
রেখে যাবো একটা নতুন স্বপ্ন দেখার মোহ ।