একঘরে
একঘরে
আমরা একঘরেতে
বেঁধেছি কষে মুখোশ
মুখেতে আগেও ছিল
একটা আরো বেড়ে গেল
নেই আপশোশ।
দরজা বন্ধ করে
আমরা থাকছি ঘরে
বলছি, কাছে এসো না,
কাছে এসো না
থাকো বাবা একটু দূরে।
আগেতো দূরেই ছিলাম
আগেও নিইনিতো খোঁজ
অন্য কারুর,
নিজেতেই পুরো ভরপুর
কেবলই নিজের গোলাম।
নিজের ইচ্ছে রোজ বলেছে
আরো, আরো, আরো, আরো
বাঁচতে গেলে মন্ত্র পড়
অহম্, অহম্
হি কেবলম্
আমরা দরজা দিয়ে
তার গায়ে দিয়েছি খিল
মাথাতে ছিটকিনি দিই
ঢক্ করে স্লিপিং পিল
এবারে ঘুমিয়ে নিলাম
এবারে ঘুমের গোলাম
ঘুমিয়ে স্বপ্ন দেখি
অনেক, অনেক, অনেক পাখি।