বাঁচবো বলে
বাঁচবো বলে
সকাল হতেই খুলে বসেছি নতুন ডায়েরির পাতা,
কলম ধরে বসেই আছি, কি বসাবো কথা।
মহামারী ছড়িয়েছে চার দিকে,
মুখ বেঁধেছি, দূরত্ব মেনেছি;
ঘরের ভেতরেই দৃষ্টি বেঁধেছি,
দেখিনা বাহির দিকে।
জগৎ এখন ক্ষুদ্রতম,
মনকে করেছি খাটো;
জেল কক্ষের পরিধির চেয়েও
আমার পরিধি ছোট।
ভেবেও দেখিনা বহির্জগৎ
কষ্টে আছে কত,
সাধ্য থাকিতে সাহায্য করিনা
রইবো আমার মতো।
বৃদ্ধ বাবা আনছে বাজার ,
লকডাউনের ছাড়ে,
আমি সাবান জলে হাত ধুয়েছি
বেঁচে থাকার তরে।
সবাই বাতাসে বিষ ছড়াচ্ছে
বিশ্বাস আমি রাখি,
তাইতো ঘরে খিলটি দিয়ে
চুপটি বসে থাকি।
