STORYMIRROR

Manik Goswami

Drama Fantasy

3  

Manik Goswami

Drama Fantasy

বাঁচবো বলে

বাঁচবো বলে

1 min
219


সকাল হতেই খুলে বসেছি নতুন ডায়েরির পাতা,

কলম ধরে বসেই আছি, কি বসাবো কথা।

মহামারী ছড়িয়েছে চার দিকে,

মুখ বেঁধেছি, দূরত্ব মেনেছি;

ঘরের ভেতরেই দৃষ্টি বেঁধেছি,

দেখিনা বাহির দিকে।

জগৎ এখন ক্ষুদ্রতম,

মনকে করেছি খাটো;

জেল কক্ষের পরিধির চেয়েও

আমার পরিধি ছোট।

ভেবেও দেখিনা বহির্জগৎ

কষ্টে আছে কত,

সাধ্য থাকিতে সাহায্য করিনা 

রইবো আমার মতো।

বৃদ্ধ বাবা আনছে বাজার ,

লকডাউনের ছাড়ে,

আমি সাবান জলে হাত ধুয়েছি

বেঁচে থাকার তরে।

সবাই বাতাসে বিষ ছড়াচ্ছে

বিশ্বাস আমি রাখি,

তাইতো ঘরে খিলটি দিয়ে

চুপটি বসে থাকি।



Rate this content
Log in

Similar bengali poem from Drama