কিশলয় তোমাকে
কিশলয় তোমাকে


হেমন্ত শেষে গনিত টিউশনিতে তোমার সাথে দেখা
সরল পথে সরলরেখা আঁকতে গিয়ে হলো যে বক্ররেখা।
কবিতার কালো শব্দগুলো স্বপ্ন হয়ে ভোরের আবছা আঁধারে
বাতাসে শুকনো পাতার সাথে তোমার পায়ের শব্দ বাইরে।
তোমার শকুন্তলা ঠোঁট, হাতে লেখা বেশ কয়েকটা আদুরে চিঠি
সবুজ ঘাস, ফুল আঁকা চটি, কচি পাতার গন্ধ ভেজা আয়তদিঠি।
চোখের কোণ কালো, বুকের মাঝে সাপ আস্তে আস্তে জাগে
কোথায় ভালোবাসা! হাতড়ে হাতড়ে ক্লান্ত, ঘাম ক্ষোভ দুঃখ রাগে
পালতোলায় ফেনিল স্রোতে ভেসে দেবদাস হিথক্লিফের মতো
কোনো সন্ধ্যায় মদির ফরসা স্বপ্নে আশ্বিনের মেঘ জুটলো যতো
নতুন আবেশে হাতে দারিদ্র্য অনাহারে ঠাসা খাতা গভীর রাতে
শুনতে পাই হুইটম্যানের লাঠির শব্দ ফেরির ডাক নতুন বই হাতে
কিশলয়,হলুদে সবুজ ছোপ সহসা কে যেন ফিসফিসিয়ে উঠলো,
কে?রামধনুর সাতরঙা স্বপ্নে বিভোর দস্তয়ভস্কি! চলো,পালিয়ে বেড়াই চলো!