তুমি আবছা হয়ে গিয়েছো...
তুমি আবছা হয়ে গিয়েছো...
ভেঙেচুড়ে সব শেষ করে দিতে ইচ্ছে করছিল...
তাই নষ্ট করে ফেললাম সখের আয়নাটাকে।
টুকরোগুলো ছড়িয়ে পড়েছিল শ্বেত পাথরের মেঝেতে,
প্রতিটা অংশে আমাকেই খুঁজে পেলাম...
আমারই প্রতিবিম্বের প্রতিফলনে।
তুমি নেই কোথাও। থাকবে কেমন করে?
আবছা হয়ে গিয়েছো যে!
হাসিটা মনে আছে; মুখমণ্ডল ঝাপসা
চশমার রঙ মনে আছে; দৃষ্টি হারিয়েছে সহসা
একসাথে পথচলা মনে আছে,
শুধু পদশব্দের অনুরণন খুঁজে পাই না।
গলার স্বর আজও দূর থেকে ভেসে আসে
কথাগুলো যদিও সবই অজানা...।
সরে যাচ্ছো তুমি একটু একটু করে
স্মৃতির অন্তরাল থেকে...
দিকচক্রবাল রেখার ওপারে।
মেঘের মীনারে চড়ে বৃষ্টির দেশে
ভালোবাসতে চলে যাচ্ছো।
আর্ত চিৎকার করে উঠছি,
“যেওনা...এভাবে আবছা হয়ে যেওনা...
স্মৃতিপটে আঁকা হয়ে থাকো অন্তত...”
আমার কান্না তুমি শুনতে পাচ্ছো না।
ঐ দূর নীলিমায়, অন্তিম সাদায় মিশে যাচ্ছো...
তুমি ঝাপসা হয়ে যাচ্ছো...