ছেলেবেলা
ছেলেবেলা


ছোট্টবেলায় হাত ধরে
বই খাতা সাথে নিয়ে
বাবা আমায় পৌঁছে দিতো
প্রতিদিন স্কুলে গিয়ে
আজও মনে পড়ে সেই
বন্ধুদের সাথে আড্ডা-মারামারি
ক্লাসে কান-মলা খাওয়া
টিফিন নিয়ে কাড়াকাড়ি
মনে পড়ে ছোটবেলার দুস্টুমি
পেয়ারা খেতে গাছে চড়া
স্কুলে পড়া না পেরে
কান ধরে উঠবস করা
মনে ভেসে উঠেছে আজ
ফেলে আসা ছেলেবেলা
কতই না খুশি হতাম।
ঘুরতে গিয়ে গ্রামের মেলা
ভগবান, পারবে না ফেরাতে
বাবার বকুনি ভরা আদর
গ্রাম ভরে ঘুরে বেড়ানো
মায়ের মুখে শোনা বাঁদর
আজও মনে পড়ে সেই
সকালে মায়ের ডেকে দেওয়া
রাতে ঘুম থেকে উঠিয়ে
আদর করে খাইয়ে দেওয়া
বাড়ি থেকে অনেক দূরে
ব্যস্ত শহরের এক কোণে
বন্ধ চোঁখে ছেলেবেলা
ভেসে উঠেছে মনে ।