পরমেশ্বর
পরমেশ্বর


ঈশ্বরের ঈশ্বর তুমি হে পরমেশ্বর;
তোমার ইঙ্গিত বহি চলিছে চরাচর।
তোমার নির্দেশে ফিরিছে গ্রহ-চন্দ্র,
হে অনাদি ব্রক্ষ্ম জ্যোতিশ্বর তুমি অতন্দ্র।
গ্রহতারা, উজ্বল জ্যোতিষ্ক তোমাতেই লয় শ্বাস,
তোমার ইঙ্গিতে সাগর মাঝে ওঠে জলোচ্ছ্বাস;
শীতল শান্ত সমাহিত হিমাদ্রি শিখর,
জীবনে দিতেছো অভয়, দানিছো ডর।
তোমারই ইঙ্গিতে খেলিছে নিত্য, দিবারাতি,
আঁধারে জ্বালিছ দীপ,--- আলোকভাতি।
শক্তির লীলাছন্দ তোমারই নির্দেশে,
তোমার আদেশে সবে অনন্তে মেশে।
স্বাগত জানায়ে মৃত্যুকে, আনিছো আলোক,
দৃপ্ত ত্যেজে ফিরিছ দ্যুলোক-ভূলোক।
কাঁপাইছো ইঙ্গিতে অগ্নির দুরন্ত শিখা,
প্রতিশ্বাসে বায়ু সাথে জীবনে দিতেছো দিশা।
তোমার নিপুন শাসনে দেব-দানব ভীত,
শ্বাসে শ্বাসে স্মরি তোমা ঋষি বিমোহিত।।