STORYMIRROR

Nabanita Patra

Tragedy Fantasy

3  

Nabanita Patra

Tragedy Fantasy

বাবার স্মৃতি

বাবার স্মৃতি

1 min
264

বাবা তোমায় আজ বড্ড পড়ছে মনে,

স্মৃতিগুলো বারে বারে আসছে ফিরে।

তোমায় ছাড়া অনেকগুলো বছর গেছে কেটে,

কিন্তু স্মৃতিগুলো আজও লেখা আছে সোনার অক্ষরে।


বাবা আমার মতন তোমারও কি পড়ে আমায় মনে?

অন্তহীন নীল আকাশে তারার জগতে।

আমি যেমন এই জগতের ভিড়ে তোমায় খুঁজে বেড়াই,

তুমিও কি আমাকে খোঁজ ওই তারাদের মেলায়?


আমার জীবন এখন কালো মেঘে ঢাকা,

শুধুই অন্ধকার যার নেই কোন পরিসীমা।

চারিদিকে শুধু অচেনা মানুষের ভিড়,

তোমার অভাবে আমার মন হয় অস্থির।


আমি পাচ্ছিনা আমার জীবনের কুলকিনারা,

তুমি ছিলে আমাকে পথ দেখানো ধ্রুব তারা।

তোমার দেখানো পথে চলতাম আমি নির্ভয়ে,

মনে থাকতনা কোন সংশয়।


আজ বলো বাবা কে আমাকে দেখাবে পথ?

দিশাহীন চলছে আমার জীবনের রথ।

যে রথের নেই কোন সারথী, 

তোমায় ছাড়া আর নেই কোন অগ্রগতি।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy