অপেক্ষা চিনবার
অপেক্ষা চিনবার


বলো তুমি,চিনেছো না কি আমায়...
তবে কেন বলো তো, দীর্ঘশ্বাসের চোরা স্রোত
ছুঁয়ে যায়,সুখের কার্পেটের শেষ প্রান্ত...
অতৃপ্ত ইচ্ছারা খেলা করে যায় কামনার কোর্টে...
বিলাসী সাঁঝবেলায়,পানপাত্র ভরে ওঠে অব্যক্ত
বেদনায়...
তবে জানো,আমি কিন্তু দিব্যি গাঁথতে পারি
বিনিসুতোর মালা,
ল
াগাতে পারি ভাঙা পানপাত্রে হাতল,
সোনা দিয়ে মুড়ে দিতে পারি,তাসের ঘর...
তবু যদি না চিনতে পারো,অপেক্ষা কোরো
জন্মান্তর...
চাতক হয়ে থাকবে সেদিন,
শুধু আমার বৃষ্টি হয়ে নামার অপেক্ষায়...
আর আমি...ভাঙা পাত্রে খুঁজে পাবো,যাপনের
সুখ...