অক্টোপাস
অক্টোপাস


রূপকথার রাজমহলে লাল ইট খসে যায়
মনের কৌটো য় স্মৃতিরা বড়ই অবুঝ
জমে থাকা যন্ত্রনা অঙ্কুরিত হয় নিঃশব্দে
সবুজ ছোট্ট পাতায় রোদের উত্তাপ ।
এখনও সেই চোখ দুটি যেন তারা হয়
রাতের ঘাসে বুনো ভালবাসার রতি-জন্ম
কয়েকটি জাদু তুবড়ির রোশনাই
তারপরই আসে বিশ্বাসঘাতক অন্ধকার ।
সামনে পেছনে উত্তরে দক্ষিণে
অসংখ্য কিলবিলে অক্টোপাস
ভালোবাসা কোথায়?
আঁকড়ে ধরে অক্টোপাস- বিভীষিকা!