জারদৌসি বাহার
জারদৌসি বাহার
বিভাজিত স্বপ্নের বাতিঘরে রাত আসে
তুই আর আমি নিঃসঙ্গতায় সাঁতার কাটি
গোপন হিমবাহ ধ্বংস করেছে বসন্ত উত্তাপ
আধি আর ঘূর্ণাবর্তের প্রতিরূপ হয় প্রেম।
শরীর বোঝে শুধু শরীরেরই জাগ্রত কথা
আলোকবর্ষ দূরত্বে এখন তুই আর আমি
আমাদের নীরবতা হয়ে জ্বলে মৃত দুটি তারা
শরীর জুড়ে ছেঁড়া সোহাগের জারদৌসি