STORYMIRROR

Siddhartha Singha

Abstract Others

3  

Siddhartha Singha

Abstract Others

চাদিয়াল রূপকথা

চাদিয়াল রূপকথা

1 min
12.2K



ফলবান গাছের আশ্রয় চেয়েছিলাম,

নষ্টনীড়ের রূপকল্পে বেঁচে থাকা জীবন 

ফলবান হতে চায় শতাব্দীর প্রাচীরে।

সাগর নির্জনে বিষণ্নতার ঘোমটা ওড়ে

 দেহগত স্বপ্নেরা ঝিনুক কুড়ায় তন্দ্রায়।

জীবন অন্তরীক্ষে আস্থার চাদিয়াল 

মাঞ্জার মারপ্যাঁচে এক বেপথু উড়ান।

তোমার দুচোখে কালবৈশাখীর বর্ষশেষ

উদগ্র বর্ষার শব্দ ধ্বনি মায়া রংখেলা

 মধু চায় বলেই তো জীবন মৌচাকে

রানিমক্ষিকা রাতসুখে লীলাবতী হয়।

ছায়া লেখে নিরাপত্তার নিগুড় ইতিহাস

ফলন্ত গাছের শবদেহে জলন্ত মশাল?

লিখে চলে মায়াবী চাদিয়াল রূপকথা...


Rate this content
Log in