দোসর
দোসর


আমার হৃদয় জুড়ে পাশাপাশি শুয়ে আছে
অনেক স্বপ্ন আর নিঃসঙ্গ যন্ত্রণার শব।
স্বপ্নেরা উন্মুখ হয় মৃগনাভি গন্ধে
নষ্ট গোলাপের বাস্তব প্রান্তরে।
বিকর্ষণে দগ্ধ আমার ঝলসানো হাতে
তুমি তুলে দিলে সবুজ অনুতাপ পত্র।
কবর খুঁড়তেই হবে বুকের গভীরে
আমার সব যন্ত্রনা শান্তি উত্তাপ চায়
একটু সুস্থিত নিরাপদ আশ্রয়
বিসর্জিত প্রতিমা চলেছে গঙ্গা যাত্রায়।
কবরে দিয়েছি মাটি
আমার স্বপ্ন আর যন্ত্রনা
এখন অন্ধকারে চুম্বিত স্বজন।