কুর্নিশ
কুর্নিশ


উনিশে মে মানে শুধু একটা তারিখ নয়
উনিশে মে মানে
শুধু বরাক উপত্যকার একটি বিচ্ছিন্ন ঘটনা নয়
উনিশে মে মানে এগারো জন তরতাজা প্রাণের
বুলেটে ছিন্নভিন্ন হয়ে লুটিয়ে পড়া নয়
উনিশে মে মানে তোমার আমার মুখের ভাষা
বাংলা ভাষার জয়-জয়কার নয়।
উনিশে মে মানে
সবার সবার সবার মাতৃভাষাকে
আরও একবার কুর্নিশ জানানো।