STORYMIRROR

Siddhartha Singha

Inspirational Others

3  

Siddhartha Singha

Inspirational Others

কুর্নিশ

কুর্নিশ

1 min
193


উনিশে মে মানে শুধু একটা তারিখ নয়

উনিশে মে মানে 

শুধু বরাক উপত্যকার একটি বিচ্ছিন্ন ঘটনা নয়

উনিশে মে মানে এগারো জন তরতাজা প্রাণের

বুলেটে ছিন্নভিন্ন হয়ে লুটিয়ে পড়া নয়

উনিশে মে মানে তোমার আমার মুখের ভাষা

বাংলা ভাষার জয়-জয়কার নয়।

উনিশে মে মানে

সবার সবার সবার মাতৃভাষাকে

আরও একবার কুর্নিশ জানানো।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational