অদৃষ্টের পরিহাস
অদৃষ্টের পরিহাস


আমার হৃদয় হতে তোমাকে
হয়তো কোনোদিন
ফেলতে পারবো না ,
কিন্তু তুমি তো জায়গা দাওনি
তোমার বুকের মাঝে।
তাই উদ্বাস্তুর মতো দিগ্ভ্রান্ত
হয়েছে আমার ভালোবাসা ,
ভিটেহারা আমার এ মনে।
আর তাইতো আজকাল
এদিক সেদিক ঘুরে বেড়াই
কখনো উত্তাল সমুদ্র
আবার কখনো ঘন কালো বনে।
আর হয়তো কোনোদিন
ফেরাতে পারবো না দুঃখের সময়কে
প্রেম অস্ত গেছে আজ অনেক দিন হলো ,
পশ্চিমে ঢলে পড়া সূর্যের মতো।
আর আমি এখনো ঘাসের স্পর্শে
উপভোগ করছি অসহায়ের নিঃসঙ্গতা ,
আকাশের তারারাও চলে গেছে বাড়ি
একা আমি বসে আছি নিয়ে প্রশ্নের সারি।
যে প্রশ্নের উত্তর তুমি দাওনি জয়া ,
আর একরাশ সীমাহীন অভিমান !
তার কোনো মূল্য নেই তোমার কাছে ?
তারারাও তো শুনেছি অভিমান করে সূর্যের ওপর
কিন্তু সে অভিমান ক্ষণস্থায়ী
কিন্তু তোমার অভিমান তো চিরস্থায়ী।
থাক আজ আর তর্ক নাই বা করলাম।
আমি বাড়ি চললাম।
জয়া তোমাকে ভুলতে চাই ,
কিন্তু ভুলতে পারছি কি ?
ভুলতে পারবো কি ?
কথা জড়িয়ে যাবে ,
কণ্ঠ রুদ্ধ হবে ,
চোখ ঝাপসা হবে ,
আর আমার ভালোবাসা হবে ইতিহাস
এইটাই অদৃষ্টের পরিহাস ।