STORYMIRROR

DEBABRATA DAS

Fantasy

4  

DEBABRATA DAS

Fantasy

ইচ্ছা

ইচ্ছা

1 min
263

তোমার চোখের জল মুছতে চাই....

তোমার নাম .....থাক নাম নাই বা বললুম 


তোমার দুই চোখে রয়েছে যে তোমার পরিচয়.....

তোমার ওই কালো চোখের মনি...

আমি তার মাঝে তেই শুনি

এক অগভীর পদ ধ্বনি

সুখ আসছে .....


তাই তো আমি

তোমার চোখের গভীরে যেতে চাই...

তোমার অশ্রু ভরা চোখ

আজ একটু শুস্ক হোক...

তোমার চোখে আসুক নব সুখ এর আলো....

এমন এক আলো যা মুছে দেবে 

সব দুঃখের কালো...


তোমার মনের গভীরে যেতে চাই...

তোমার বেদনা ভরা মন

আজ একটু হোক না উন্মনা...

আজ দুঃখের বাঁধ ভেঙে আসুক 

না সুখের প্লাবন....

সুখ হয়তো ক্ষণস্থায়ী 

কিন্তু সুখ যে নিরাময় করে 

সব না পাওয়ার দুঃখ....

আজ তুমি দেখো এক স্বপ্ন

রঙিন এক স্বপ্ন...

তুমি রয়েছো সুখের বাগানে

এক রানীর মতন....

স্বপ্ন সত্যি হয় 

নিশ্চয় সত্যি হয়...

রানী তো তুমি আছোই 

সব রানী এর তো মুকুট থাকে না

মুকুট হীন রানী হলো সে

যে হৃদয়ে থাকে ....


তাই তো আমি তোমার ......

থাক.....

সব কথা মুখে বলতে নেই....

কিছু কথা না বলাই থাকে...

সব কথা বলে দিলে ....

সমাজ হয়তো ভুল ভাবে...

কিছু মানুষ হয়তো ভুল ভাবে...

তাই সব কথা মুখে বলবো না...

কিছু কথা থাকুক মনে মনে 

কিন্তু নব বর্ষে আমি তোমার 

পাশে থাকতে চাই....

তোমার দুঃখের ভাগ আমাকে দিও...

বন্ধুত্বের বিশ্বাস রেখো....

নতুন জীবনের স্বপ্ন দ্যাখো 

 নিজেকে অনেক আনন্দে রেখো....


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy