Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

DEBABRATA DAS

Abstract

4.8  

DEBABRATA DAS

Abstract

মশালের আলোর ছায়া

মশালের আলোর ছায়া

1 min
648


আঁধার রাতের অন্ধকার পথে ধরে 

হেঁটে চলেছিলাম আমি বহুযুগ ধরে 

শুধু এক চিলতে আলোর খোঁজে। 

যে আলোর উত্তাপ 

নিঃশব্দে দ্রুত পৌঁছাতে পারে বরফের খাঁজে 

আর গলাতে পারে সম্পর্কের ভাঁজে 

জমে থাকা হিমশীতল বরফকেও।  

হঠাৎ একদিন সেই অন্ধকার দূর হোলো 

যেদিন তুমি জ্বালালে প্রেমের মশাল 

মশালের আলোয় আলোকিত চারিধার। 

আমি তো ভেবেছিলাম এইবার বুঝি 

দূর হবে আমার মনের অন্ধকার 

কিন্তু এক বিরাটা ছায়ায় ঢাকলো 

আমার চলার পথ 

পথের দুইপাশ নোংরা হোলো 

পুড়ে যাওয়া রেড়ির তেলে 

আর বাতাসে ভেসে এলো 

এক ভীষণ চিৎকার। 

এক অদ্ভুত আর্তনাদ 

এই চিৎকার তো আমারই 

ঠিক শুনেছ জয়া 

এই চিৎকার আমারই 

ধোঁয়ার কুণ্ডলীতে ঢাকা 

এক বদ্ধ বৃত্তের মাঝে 

শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া 

একটা মানুষের চিৎকার। 

জয়া তোমার মশালের আলোয় 

আলোকিত হয়েছে আমার পথ 

কিন্তু আমি যে এই আলোর উপযুক্ত নই 

এই আলোকে প্রতিফলিত 

করার ক্ষমতা যে আমার নেই 

এই আলোকে বিচ্ছুরিত করার 

প্রতিভাও যে আমার নেই 

এই আলোর ছটাকে নিজের মধ্যে 

শুষে নিতেও যে আমি অক্ষম। 

আমি জানি জয়া 

আমার অক্ষমতা মাঝে মাঝে 

তোমাকেও লজ্জিত করে।  

তাই তো আমি ছায়া খুঁজে বেড়াই 

মশালের দীপ্ত আলোর মাঝে 

ওই মিশকালো ছায়ায় নিজেকে 

লুকোবো বলে।  

জয়া তুমি হাসছো !!

আমার অসংলগ্ন কথাবার্তা 

তোমার পছন্দ নয়, 

সেটা আমার অজানা নয়।  

কিন্তু ওই যে বললুম 

শ্বাসকষ্টে বাকরুদ্ধ আমি 

তাই বেশি কথা আর বলতে পারবো না 

চলে যাও

চলে যাও

তুমি অনেক দূরে চলে যাও

নিয়ে তোমার ভালোবাসা 

মশালের আলোর ছায়া 

আজ থেকে হোক আমার বাসা।



Rate this content
Log in

More bengali poem from DEBABRATA DAS

Similar bengali poem from Abstract