STORYMIRROR

DEBABRATA DAS

Abstract

5.0  

DEBABRATA DAS

Abstract

অবিশ্বাসের সুর

অবিশ্বাসের সুর

1 min
604


তুমি যখন কথা দিয়েছিলে আজীবন পাশে থাকবে,


তোমাকে অবিশ্বাস করবো সে সাহস ছিলোনা আমার;


নিজের অজান্তে সম্পর্কের গভীরে পৌঁছে গিয়েছিলাম কখন, 


নিজের মনকে বাধা দিই নি কখনো... 


কিন্তু বাধা পড়লো প্রেম সম্পর্কের জটিলতায়; 


যখন আকাশের মেঘও ঢেকে দিলো সূর্যের উজ্জ্বলতাকে,


মনের মেঘ ঢাকতে পারলোনা তখনো অবিশ্বাসের আগুনকে, 


আগুনে পুড়তে কার না ভালোলাগে, 


কিন্তু সেই আগুন যদি পুড়িয়ে দেয় বিশ্বাসের ভরসাকে...


ঠিক যেমন সোঁদা মাটির গন্ধ ঢেকে দেয় প্রথম বর্ষাকে,


আগুন নেভাতে যাই নি,


কারণ প্রথমেই পুড়ে ছাই হয়ে গেছিলো সম্পর্কের শিকড়... 


শিকড় থেকে সমূলে উচ্ছেদ হয়েছিল ভালোবাসার নীড়, 


তাই আগুন নেভাতে যাই নি,


তোমার কথা শুনে আজও অপেক্ষায় আছি...


আজীবন থাকবো, 


কিন্তু থাকবেনা তোমার মিষ্টি কথার স্মৃতিগুলো;


তার পরিবর্তে রয়ে যাবে আমার হতাশা আর অবিশ্বাসের নিঃশ্বাস.. 


Rate this content
Log in