জয়া তুমি কি এখনো জেগে আছো ??
জয়া তুমি কি এখনো জেগে আছো ??


জয়া তুমি কি এখনো জেগে আছো ??
হয়তো আমি এখনো জেগে আছি তোমার স্পর্শ পাবো বলে,
হয়তো এখনো জেগে আছি অতৃপ্ত চোখে ঘুম নেই বলে,
হয়তো এখনো জেগে আছি অনেক নাবলা কথা বলবো বলে;
হয়তো ঘুম আসবে এক রঙিন স্বপ্নের হাত ধরে,
যখন দিন বদলের ইচ্ছাগুলো সামনে আসবে সমান্তরাল হয়ে;
যখন তোমায় আমায় দেখা হবে নীল সীমানার ওপারে...
যখন আমি সশব্দে ডাকবো তোমায় চিৎকার করে,
যখন ভাসবে তুমি ভালো আমারে প্রানভরে...