আমার কবিতারা
আমার কবিতারা
মহামিলনের স্রোতে ভেসেভেসে যায় উপল খণ্ডে ,
নিক্তি মাপে শব্দব্রহ্ম ভাষা সাহিত্যের তুলাদণ্ডে ।
যাহা কিছু লিখিয়াছি শব্দে বাক্যে মনের কথাগুলো,
পাণ্ডুর হয়ে বন্দী থেকে ; কত জমে শতকের ধূলো ।
কাঁদে তারা বুভুক্ষায় প্রকাশ না পায় স্তব্ধ হয়ে থাকে ,
আমার কুসুম কুঞ্জে অহিকুল ফোঁস ফোঁস ডাকে ।
বন্দী থেকে কেঁদে সারা আমার ঐ কবিতারা আজ,
ভীষণ মলিন বেশে অন্তরের অন্তর্দেশে পরে রণসাজ ।
ললাটে তিলক রেখা কদাচিৎ তার দেখা সাক্ষাৎ হয়,
বসন্ত কুঞ্জে কোকিল মনে হয় শঙ্খচিল অলিদল নয় ।
আমার কবিতারা হাসিয়া পাগলপারা বখাটে কোনও,
মিছিলে মিছিলে হেঁটে প্রাণটাই যায় ঘেঁটে বলিছে শোনো,
রোদ্দুর মাখিনি গায় তাতে কার এসে যায়; অসূর্য্যম্পশ্যা,
ছত্রে ছত্রে উঠি ফুটে সাহিত্যের পত্রপুটে ,কাব্যে নমস্যা ।
