আবার লগন
আবার লগন


বাইশ গজের যুদ্ধ শুরু,
উন্মাদনায় কাঁপছে দেশ।
যুদ্ধ এবার রাজার দেশেই
যুদ্ধে সামিল দশেক দেশ।
আমার ভারত লড়ছে সেথা
দক্ষ সেনার সমাহার,
ভূমরাও, সামির বলের দাপট
থামিয়ে দেবে শত্রু রথ ।
চওড়া ব্যাটে ছয় হাঁকিয়ে
বিরাট তেজে করবে রান,
লড়বে ভারত, জিতবে ভারত
আনবে ট্রফি এবারেও ,
ভারতবাসী মাতবে আবার
"লগন" জয়ের উৎসবে ----।।