STORYMIRROR

Manik Goswami

Inspirational Others

3  

Manik Goswami

Inspirational Others

ঐক্য

ঐক্য

1 min
153


জাতীয় ঐক্য ফিরে পাবার

প্রয়োজন আজ দেখি,

পুঁথির বিদ্যার পাশাপাশি তাই

মানব কল্যানে নয় ফাঁকি |

বুদ্ধির সাথে বিবেচনা মিশি

ক্ষুরধার হোক বিচার,

বিকশিত হোক, মহিমা বাড়ুক

সরল হৃদ্যতার |

প্রীতির বন্ধনে আবদ্ধ মানুষ

ঐতিহ্য খুঁজুক প্রেমে,

মহাপুরুষের অমোঘ বাণী

জেগে উঠুক মনোরমে |

সব মানুষই সমান মেনে

ন্যায় বিচারে এই সমাজে,

একতার বলে কাঁধ মিলিয়ে

নৈতিকতার মিলন মাঝে।

চাহিদা থাকুক ন্যূনতম,

অধিকার হোক সমান;

মর্যাদা পাক সহযোগিতা,

সংহতি বাড়ায় মান।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational