যেখানে সবের শুরু
যেখানে সবের শুরু
" মা দেখো কি এনেছি ? "
" যা এনেছো ভাগ করে নাও নিজেদের মধ্যে । "
" মাতা কুন্তী , আমি কোনো বস্তু নই । আগে শুনুন আপনার পুত্র এনেছেটা কী ? "
অর্জুন অস্ফুটে কিছু বলতে যাবে এমন সময় মাতা এসে হাজির ।
" কে ও ? " ক্রোধান্বিত কুন্তীদেবী জানতে চাইলেন ।
কেউ কোনো উত্তর দিতে পারছে না । অর্জুন খুব আকুপাকু করছেন কিন্তু মায়ের কথাগুলো একেকটা বাণের মতো ঠেকতে লাগলো ।
" তোমরা তোমার মাতার সম্মানহানি করছো , পাণ্ডব হিসাবে তোমরা এমন ব্যবহার করবে ভাবতে পারি না । কে ও, আমি আবারও বলছি কে ও ? আমার আদেশের ওপর কথা বলে কীভাবে ? "
" আমি শ্রীমান অর্জুনের স্ত্রী । আমার হস্ত প্রদান করেছেন আমার পিতা । "
এরপর ক্রোধের সাথে সম্পূর্ণ অন্দরে নিজেকে আলাদা করে নিলেন মাতা কুন্তী ।