STORYMIRROR

Manab Mondal

Abstract Comedy Fantasy

3  

Manab Mondal

Abstract Comedy Fantasy

কেয়ারা আদবনী ও নতুন জুতা

কেয়ারা আদবনী ও নতুন জুতা

2 mins
147

বাংলায় এখন যদিও রাজনৈতিক কারণে জুতোর থেকে চটির দাম বেশি। তাই মন্দিরে সামনে থেকে আমার চপ্পল জোরা নিয়ে ধা হয়ে গেলো। যাইহোক বাজার কমিটির সভাপতি নিজের গাঁটের পয়সা থেকে একটা নতুন জুতো কিনে দিলেন। জানি এর পিছনে মতলব আছে। জুতো দেওয়ার সময় কয়েকটি ফটো তুলেছে । সোস্যাল মিডিয়া দিয়ে দাতা হিসেবে বাহবা কিনবেন। ওই ফোট দেখিয়ে হয়তো পঞ্চায়েত ভোটের টিকিট জোগাড় করবে। তারপর সেখান থেকে কাটমানিতে , জুতো কেন জুতা ফ্যাকটেরি খুলে ফলতে পারবে। সে যাইহোক আমরা সাধারণ জনগণ। খুব বেশি হলে টিভি ক্যামেরার সামনে , দুর্নীতি গ্রস্থ্য নেতাকে জুতো ছুড়ে মারে একটু হম্বিতম্বি করে, পরে ঠিক চোর বদলে ডাকাতকে নির্বাচন করে আসবো।

ওসব ভেবে কাজ নেই, মনের আনন্দে নতুন জুতা পরে ফিরছি। অনেক সাবধানতা অবলম্বনের পরেও সাঁকো পার হবার সময় জুতো জোড়া পা থেকে পরে গেলো। ভীষন কষ্ট কাঁন্না কাটি সুরু করে দিলাম। কারণ আমার বৌ ঐ জুতো কথা জানে। বলেছিলো আমাকে খালি পায়ে চলে আসতে ওটা ওর ভাইকে উপহার দেবে।

কান্না কাটি দেখে জল দেবতা এলেন। গল্প শুনলেন।

একটা সোনার জুতো এনে দেখালেন। আমি অত বোকা নাকি আমি জানি খুশি হলে তো সোনার জুতো আর আমার জুতো দুটোই আমাকে দেবে। পরে বার আবার হীরা জহরত দিয়ে কারুকাজ করা আরো একটা রূপার জুতো নিয়ে হাজির হলো। আমি সেটা নিতেও রাজী হলাম না। তখন সে লোক কথা প্রচলিত গল্পের মতো, তিন জোড়া জুতা আমাকে দিয়ে দিলো। আমি মহা আনন্দে বাড়ি যেতে বৌ সব কিছু শুনে। একটা ফন্দি আটলো। সে বলল " আমি সাঁকো পার হবার সময় পরে যাবো, তুমি কান্নাকাটি করলে, ওনি নিশ্চিত সোনার আর রূপার গড়া বৌ তোমাকে দিতে চাইবেন। তখন তুমি তোমার সততার প্রমান দিয়ে , আমাকে আর আমার সোনার , রূপার গড়া মুর্তি নিয়ে আসবে। আমরা অনেক বড়ো লোক হয়ে যাবো।"

বৌ যা বলে তাই শুনতেই হবে কারণ বৌরা গুগল এর থেকে বেশি জানে । তাই বৌ এর কথা মতো জলে যখন বৌ ডুবে গেলো , আমিও কান্না কাটি শুরু করলাম। তবে চোখে জল আনতে পিঁয়াজ এর সহযোগীতা নিয়েছিলাম।

জল দেবতা এলেন সব শুনে। বলিউড অভিনেত্রী কেয়ারা আদবনী নিয়ে এসে বললেন , "এটা কি তোমার বৌ। "

আমি একটু ভেবে বললাম " হ্যা এটাই আমার বৌ"

জল দেবতা রুষ্ট হয়ে বললেন।" তোমাকে আমি সৎ মানুষ হিসেবে ভেবেছিলাম। কিন্তু তুমি তো লোভী চরিত্রহীন পুরুষ, নিজের বৌকে চিনতে পারছো না"

ভীষন রেগে গেছে দেখে আমি জল দেবতাকে বললাম " প্রভু আমার দিকে থেকে একটু ভেবে দেখুন। আমি যদি কেয়ারা আদবনী না করে দেবো। তো আপনি সারাকে নয়তো পল্লবীকে নিয়ে আসবেন, শেষ বৌকে নিয়ে আসবেন। পরে সন্তুষ্ট হয়ে , তিন জনকেই নিয়ে যেতে বলবেন। তখন বাড়ি গিয়ে বৌএর হাতে মারধর তো আমাকেই খেতে হবে। তারচেয়ে বরং কাজ করুন, আমার পাপের শাস্তি হিসেবে আমার বৌ টিকে ফিরত দিতে হবে না, নয়তো বৌএর হাতে আমার আজ খবর আছে।"

,,,,,



Rate this content
Log in

Similar bengali story from Abstract