সময়
সময়




আর কিছুক্ষন পর প্লেনটা ল্যান্ড করবে। মেঘের সমুদ্র ঠেলে এগিয়ে চলেছে, আর সোমার মন একটি ছোট বাচ্চা মেয়ের মতো গুন গুন করছে' আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব'। সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে ভুলেই গেছিলো ওর নিজের সহজ সরল জীবনটাকে। জন্মদিনে আজ নাতি ডিম্মাকে উপহার হিসেবে নিয়ে যাচ্ছে সেই বাড়ি যেখানে কেটেছে তার শৈশব। গুলো বছরে ,বিলাসবহুল জীবনে ও শূন্যতা ছিল।পাহাড়, নদী, সবুজ বনানী, চা বাগান মুহূর্তে সময়ের বাবদগান ঘুচিয়ে দিলো।