ভুল
ভুল
সিগারেট ও তার ভয়ঙ্কর দিক । এটাই ছিলো সুমনের গাবেষণার বিষয়। খুব খাটতে হয়েছিলো এর ফলে । এর আগে অনেকেই কাজ করেছেন এই বিষয়ে, তাই নতুন কিছু খুঁজে বের করাইছিলো,উদ্দেশ্য । দেশ বিদেশে প্রচুর নাম ডাক হলোবিভিন্ন খবরের কাগজে ছাপা হলো, গাবেষণার এই কীর্তির কথা ।
কয়েক বছর পর, দেশ বিদেশের খবরের কাগজে লেখা হলো একটি খবর, ' অতিরিক্ত ধুমপান কেরে নিলো গাবেষকের প্রাণ'