STORYMIRROR

Mampi Chatterjee

Tragedy Inspirational

3  

Mampi Chatterjee

Tragedy Inspirational

লকডাউন:আমার ভাবনা

লকডাউন:আমার ভাবনা

1 min
114


ব্যস্ত ছিলাম ছেলে মেয়ের স্কুলের বার্ষিক পরীক্ষা নিয়ে ।

বিশ্বে যে এক মহামারী ভয়ানক রূপে আবির্ভূত, সে খবর আমার অজানা ছিলো ।

হটাৎ,  লকডাউনের ঘোষণা হলো। ঘরের সমস্ত কাজের দায়ীত্ব

আর সেই সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় স্ব জনদের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ হলো ।

স্বামীর চাকরি দিন দিন চিন্তা বাড়াতে লাগলো । আমার আপাত শান্ত জীবনে

যেনো ঝড় ওঠল।সময়ের সাথে এই পরিবর্তনের সঙ্গে মানিয়েই চোলতে 

শুরু করলাম । 

ব্যস্ত জীবনে হারিয়ে যাওয়া আমি টা কে আবার খুঁজে বের করার চেস্টা করলামছেলে 

মেয়ের সঙ্গে সময় কাটানো,

নতুন নতুন রান্না করা,ছবি আঁকা

গল্পপের বই পড়া, সংকটের মাঝে একটা

একটা দিন পেরিয়ে মহামারী 

বিহীন এক দিনের আশায় আছি

সে দিন আমার সন্তানেরা শ্বাস নিতে 

পারবে, থাকবে না মুখোশের শাসন


Rate this content
Log in

Similar bengali story from Tragedy