জোকার( প্রম্পট ৩০)
জোকার( প্রম্পট ৩০)
সার্কাস দেখতে বসুবাবু উনার পরিবার নিয়ে এসেছেন..। একদম প্রথম সারিতে বোসেছেন উনারা । স্ত্রী, ছেলে মেয়ে খুব উপোভোগ করছে সবাই ।
জোকার দেখে সবাই হাততালি দিয়ে উঠলো । মুখে হাসি, অথচ মনটা বিষন্ন হয়ে উঠলো রমার, উনি ভাবলেন, জোকারের সাথে উনার কোনো তফাত নেই । উনি ওতো মুখে রঙ মেখে সংসারে সবাইকে মনোরঞ্জন করে চোলেছেন।