STORYMIRROR

Rinki Banik Mondal

Fantasy

1  

Rinki Banik Mondal

Fantasy

#সীতাহার (বিষয়-স্বীকারোক্তি)

#সীতাহার (বিষয়-স্বীকারোক্তি)

1 min
772

আজ বিজয়ার খুবই করুন পরিস্থিতি।ওকে সবাই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে চুরির দায়ে।কিন্তু ও যে চুরি করেনি তার কোনও প্রমাণ ওর কাছে নেই।সীতাহার'টা কাল রাতে ওকে বড়'মা দিয়েছিল।মানে এইবাড়ির মাথা।কিন্তু কাল রাতেই উনি অসুস্থ হয়ে পড়েছেন।কথা বলার ক্ষমতাও হারিয়েছেন।এমনকি কাওকে ঠিকমত চিনতে পর্যন্ত পারছেন না।তাই এ বাড়ির কাজের লোক বিজয়ার কাছে সীতাহার'টা দেখে সন্দেহের তীর সকলের ওর দিকেই।ও অনেকবার সবাইকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি।বাড়ির দালানে যখন হুলুস্থূলু কান্ড ঠিক তখনই বড়মা'র ছোট নাতি টুবাই এসে বলে-

------"বড়'মা ঐ হারটা বিজয়াকেই দিয়েছেন।কারণ বিজয়াকে আমি ভালোবাসি।বিজয়াকে এই বাড়িতে কেউ মেনে নেবে না।আমি বিজয়াকে নিয়ে এ বাড়ি থেকে খুব শিগগির চলেও যেতাম।তাই ছোট নাত বৌ'কে বড়'মা ঐ হারটা দিয়ে আশির্বাদ করেছেন।"

টুবাই'এর মুখে এইসব কথা শুনে তো বাড়ির লোকের মাথায় হাত।তবে যাই হোক না কেন, টুবাই'এর মুখে এই ভালোবাসার স্বীকারোক্তি শুনে বিজয়ার আজ গর্ব হচ্ছে।


Rate this content
Log in

Similar bengali story from Fantasy