AYAN DEY

Fantasy

1  

AYAN DEY

Fantasy

শাটলে

শাটলে

1 min
784


ছোট্ট করে বলি আমার মনে জায়গা করা এক নতুন আগন্তুকের কথা ।

হপ্তাখানেক হবে বোধহ​য় ,সকালে শাটলে অফিস যাচ্ছি । একজন মেয়ে চোখের সামনে গাড়িতে উঠলো । নীল পোশাকই ছিলো বোধহ​য় । চোখের সামনে যেন আমি স্বর্গের রূপ দেখলাম । আমি বুঝি কখন কখন প্রাণে জোরে জোরে মাদল বেজে নাচ করছে প্রেমের আদিবাসী দল । তখন নাচ শুরু হয়ে গেছে । গোটা রাস্তা সে অপরূপা আমার পাশেই বসে গেলো ।

প্রথম দেখাতেই প্রেম ব্যাপারটা বলেন তো অনেকে হয় না । কিন্তু কীরকম জানি মনে হলো সে আমার জীবনের ক্যানভাসে রামধনু রঙ ছ​ড়িয়ে দিতে এসেছে । গোটা পথ আমি তার মুগ্ধতায় কোণে চোখ বুজে ঝিমিয়ে কাটালাম । মাঝে মধ্যে গায়ে স্পর্শ পেয়ে নড়ে বসছিলাম ।

এরপর পরপর দুদিন একই গাড়িতে মনরঙ্গিনীকে দেখলাম । ফের কদিন দেখা হয়নি । এই গতকাল ফেরার শাটলে তাকে দেখলাম । আমি চোখ ফেরাতে পারিনি কালও বেশ খানিকক্ষণ ।

কোনোদিন যদি উনি জিজ্ঞাসা করে বসেন , " কী মশাই অমন ড্যাবড্যাব করে দেখছেন কী ? "

আমি কাব্য করে বলে দেবো

" হাজারো স্তব্ধ রাতির অস্থির তিমিরে 

আসিয়াছো প্রিয়া তুমি জোনাকির মতো ;

অনিবার্য জানি তুমি আগন্তুক তুমি প্রাণের 

সুখম​য় করিয়াছো মন পারো তুমি যত । "

জানি না এইরকম সৌভাগ্য আমার হবে কি ?


Rate this content
Log in

Similar bengali story from Fantasy